প্রতিষ্ঠান পরিচিতি:
শেরপুর বাসষ্ট্যান্ড থেকে ১ কি মিটার উত্তর দিকে উলিপুর নামক স্থানে সবুজ-শ্যামল-ছায়া নিবীড় সৌম্য শান্ত ও মনোরম পরিবেশে ঐতিহ্যবাহী শেরপুর ঐতিহ্যবাহী উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসা অবস্থিত
প্রতিষ্ঠাকাল: ১৯৭৪ সাল
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা রাসুলিল কারিম, সম্মানিত সুধী, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলায় সারা উত্তরবঙ্গের আলোরণ সৃষ্টিকারী একমাত্র এবং সর্বোচ্চ মহিলা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উলিপুর আমিরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসা মনোরম পরিবেশে অবস্থিত। নব্য স্বাধীনতা প্রাপ্ত স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে সমাজের অবহেলিত পিছিয়ে পড়া নারী শিক্ষা বিস্তারে উলিপুর আমিরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসার ই,আই আই এন নস্বর ১১৯৭৭০ । বর্তমানে ৭৫৮ জন ছাত্র ছাত্রী পড়া লেখা করছে। ৩৪ জন শিক্ষক শিক্ষিকা ৪ জন ৩য়,ও ৫ জন ৪র্থ শ্রেনীর কর্মচারী নিযুক্ত আছেন ।মাদ্রাসাটি পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
