• ulipurmfm@gmail.com
  • 01711164659
Logo

উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রাসা

ULIPUR AMERIA SAMUTULLA MOHILA FAZIL MADRASAH

মাদ্রাসা কোডঃ ১৩৮৬৮, কেন্দ্র কোড:৩৩৭, EIIN:119770, স্থাপিতঃ ১/১/১৯৭৪ খ্রি.

অধ্যক্ষের বাণী

আমি  অধ্যক্ষের পদে নিয়োগ প্রাপ্ত হইয়া অদ্যবদি নিষ্ঠার সহিত কাজ করিয়া আসিতেছি। স‚শিক্ষা মনুষত্বের উন্নতি ও অন্যান্য গুনাবলীর বিকাশ ঘটায়। এর জন্য চাই দক্ষ পরিচালক ও যথোপযুক্ত স্থান। মনোরম নৈ সর্গিক পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে সুপরিচিত। বর্তমানে এ বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা শৃঙ্খলা ও পাঠের উপর গুরুত্ব পুরোমাত্রায় বিরাজমান। লেখাপড়ার পাশাপাশী অন্যান্য সহ পাঠক্রমিক কার্যক্রমে শিক্ষক এবং শিক্ষার্থীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জ্ঞান পরিধি ও ব্যাক্তির পূর্ণ বিকাশ অদ্যবসায় ও ক্রমাগত সাধনার মাধ্যমেই সম্ভব। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্ঠা একটি বিদ্যালয় এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বশর্ত। আমাদের মনে রাখতে হবে এগিয়ে যেতে গিয়ে আমরা যেন অপসংস্কৃতির প্রভাবে পিছিয়ে না যাই। আমাদের মনে রাখতে হবে সবার উপরে দেশ।
পরিশেষে সবাইকে আন্তরিক অভিনন্দন ও আগামী দিনের পথচলার সকলের সার্বিক সহ যোগিতার প্রত্যাশায় শেষ করছি।
শুভেচ্ছান্তে

মাও.মো: আব্দুল হাই

অধ্যক্ষ

উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাযিল মাদ্রসা