• ulipurmfm@gmail.com
  • 01309 119770 / 01711 164659
Logo

উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসা

মাদ্রাসা কোড: ১৩৮৬৮, EIIN No- ১১৯৭৭০, কেন্দ্র কোড: ৩৩৭ , স্থাপিত: ১৯৭৪ খ্রি.

  • অফিস: লোকেশন
  • স্থান: উলিপুর , পোষ্ট: শেরপুর ৫৮৪০ উপজেলা: শেরপুর, জেলা: বগুড়া ।
  • অধ্যক্ষর বাণী

    অধ্যক্ষর বাণী  বক্তব্য:

    আমি  অধ্যক্ষের পদে নিয়োগ প্রাপ্ত হইয়া অদ্যবদি নিষ্ঠার সহিত কাজ করিয়া আসিতেছি। স‚শিক্ষা মনুষত্বের উন্নতি ও অন্যান্য গুনাবলীর বিকাশ ঘটায়। এর জন্য চাই দক্ষ পরিচালক ও যথোপযুক্ত স্থান। মনোরম নৈ সর্গিক পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে সুপরিচিত। বর্তমানে এ বিদ্যালয়ের নিয়মানুবর্তিতা শৃঙ্খলা ও পাঠের উপর গুরুত্ব পুরোমাত্রায় বিরাজমান। লেখাপড়ার পাশাপাশী অন্যান্য সহ পাঠক্রমিক কার্যক্রমে শিক্ষক এবং শিক্ষার্থীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জ্ঞান পরিধি ও ব্যাক্তির পূর্ণ বিকাশ অদ্যবসায় ও ক্রমাগত সাধনার মাধ্যমেই সম্ভব। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্ঠা একটি বিদ্যালয় এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বশর্ত। আমাদের মনে রাখতে হবে এগিয়ে যেতে গিয়ে আমরা যেন অপসংস্কৃতির প্রভাবে পিছিয়ে না যাই। আমাদের মনে রাখতে হবে সবার উপরে দেশ।পরিশেষে সবাইকে আন্তরিক অভিনন্দন ও আগামী দিনের পথচলার সকলের সার্বিক সহ যোগিতার প্রত্যাশায় ঐতিহ্যবাহী উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসা একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে অভিজ্ঞ ও তরুন শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা আধুনিক পাঠ দানের মাধ্যমে এবং অভিজ্ঞ ও দক্ষ কর্মচারী দ্বারা পরিচালিত হয়ে আসছে। নারী শিক্ষার্থীদের  জাতীয় পর্যায়ে অগ্রনী ভূমিকা পালনের জন্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। তাছাড়া মাদ্রসার শিক্ষার্থীরা ভবিষ্যত জীবনে দেশের বিভিন্ন দফতরে প্রতিযোগিতার মাধ্যমে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এই কামনা করছি। সেই সঙ্গে মাদ্রাসার সার্বিক মঙ্গল কামনা করছি। 


    মো: আব্দুল হাই
    অধ্যক্ষ

    উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসা