• ulipurmfm@gmail.com
  • 01309 119770 / 01711 164659
Logo

উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসা

মাদ্রাসা কোড: ১৩৮৬৮, EIIN No- ১১৯৭৭০, কেন্দ্র কোড: ৩৩৭ , স্থাপিত: ১৯৭৪ খ্রি.

  • অফিস: লোকেশন
  • স্থান: উলিপুর , পোষ্ট: শেরপুর ৫৮৪০ উপজেলা: শেরপুর, জেলা: বগুড়া ।
  • মোঃ শহিদুল ইসলাম

    স্বাগত বক্তব্য
    উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসা, শেরপুর, বগুড়া
    بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
    আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহ তায়ালার অশেষ কৃপায় উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসার আনুষ্ঠানিক ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
    সমাজের অর্ধাংশ—আমাদের মা-বোন-কন্যাদের—ইসলামী শিক্ষা, নৈতিকতা ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আদর্শ ও দায়িত্ববোধের সাথে কাজ করে যাচ্ছে। আমাদের মাদ্রাসা শুধুমাত্র জ্ঞান বিতরণের কেন্দ্র নয়; এটি আদর্শ নাগরিক, শিষ্টাচারসম্পন্ন মানুষ ও সুন্দরের উপাসক গড়ে তোলার এক মহত্‌ প্রচেষ্টা।আমি, একজন আরবী প্রভাষক হিসেবে, ছাত্রীদের মধ্যে শুদ্ধ আরবী ভাষা, ইসলামি আদর্শ ও নৈতিকতার চর্চা জাগ্রত করতে সর্বদা সচেষ্ট। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতায় এই প্রতিষ্ঠান একটি আদর্শ শিক্ষা পরিবেশ তৈরিতে অঙ্গীকারবদ্ধ।

    পদবী বিষয়

    নাম ইনডেক্স

    নম্বর

    শিক্ষাগত যোগ্যতা

    বর্তমান প্রতিষ্ঠানে যোগদান জন্ম তারিখ

    বর্তমান প্রতিষ্ঠানে এমপিও

    ভূক্তির তারিখ বেতন কোড

    মোবাইল নম্বর

    প্রভাষক,

    আরবি

     

    মোঃ শহিদুল ইসলাম

    ইনডেক্স: M0027671

     

    কামিল (wdK&n)

    2 শ্রেণি/2002খ্রি.

     

    01/02/2022

    01/03/1982

    01/05/2022

    বেতন কোড: 09

    ০১৭৩৪৫৬২০৬০