উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ—আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই।উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসার ICT প্রভাষক হিসেবে আমি সর্বদা চাই—আমাদের শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা, প্রযুক্তি জ্ঞান ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠুক এবং এই প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করুক। শিক্ষকবৃন্দের নিষ্ঠা ও পরিশ্রমে আমাদের শিক্ষার মান আরও এগিয়ে যাবে—এই বিশ্বাস রাখি। আমি সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।
|
পদবী ও বিষয় |
নাম ও ইনডেক্স নম্বর |
শিক্ষাগত যোগ্যতা |
বর্তমান প্রতিষ্ঠানে যোগদান ও জন্ম তারিখ |
বর্তমান প্রতিষ্ঠানে এমপিও ভূক্তির তারিখ ও বেতন কোড |
মোবাইল নম্বর |
|
প্রভাষক, আইসিটি |
ফাযায়েল হোসেন ইনডেক্স: M0058748 |
এম.এস.wm (আই.সি.টি) সিজিপিএ -3.31/2019 খ্রি. |
01/09/2024 03/02/1995 |
01/09/2024 বেতন কোড: 09 |
|
